About us

কিছু কথা :

সালেহা-সফর শিশু আনন্দ নিকেতন কুমিল্লার মেঘনা উপজেলার ১নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গাজী মো. সফর আলী’র পূত্র-কন্যাদের পারিবারিক উদ্যোগে স্থাপিত একটি কল্যানমূখী প্রতিষ্ঠান। তাদের আয়ের অংশ থেকে যাকাত আদায় ও জনহিতকর কাজের অংশ হিসাবে সমাজের বঞ্চিত-অবহেলিত শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে লালন-পালন, সঠিক প্রাতিষ্ঠানিক ও কর্মমূখী শিক্ষা দানের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তোলা।

প্রতিষ্ঠানের লক্ষ্যঃ
সমাজের পিতৃ-মাতৃহীন বঞ্চিত-অবহেলিত শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে লালন-পালনের জন্য সালেহা-সফর শিশু আনন্দ নিকেতন গড়ে তোলা। এর কিছু লক্ষ্যসমূহ নিম্মরুপ -
প্রথমত. উপযুক্তভাবে লালন-পালন করা,
* উপযুক্তভাবে লালন-পালন করা,
* উপযুক্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা,
* বৃত্তিমূলকমূখী শিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের যোগ্য হিসাবে গড়ে তোলা।
এ বিষয়ে নিচে সংক্ষিপ্ত আলোকপাত করা হলো-
aboutus

*উপযুক্তভাবে লালন-পালন

প্রকৃত পিতা-মাতাহীন ৬ থেকে ৯ বছরের শিশু নিকেতনে ভর্তির সুযোগ পাবে। সালেহা-সফর শিশু আনন্দ নিকেতন তার থাকা-খাওয়া, বস্ত্র, চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করবে। বাঙ্গালি মধ্যবিত্ত পরিবারের শিশুরা যে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে লালিত-পালিত হয়, সেভাবে বেড়ে উঠা নিশ্চিত করা হবে। পিতা-মাতাহীন শিশুদের এমনভাবে লালন-পালন করা হবে যেন তারা কোন প্রকার শূণ্যতা বোধ না করে।
aboutus

*উপযুক্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা

একাডেমিক শিক্ষাঃ পার্থিব জীবনে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে বেচে থাকার জন্য সালেহা-সফর শিশু আনন্দ নিকেতনের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা নিশ্চিত করতে নিকটস্থ সরকারি-বেসরকারি বিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দেয়া হবে। একাডেমিক শিক্ষার ক্ষেত্রে আনন্দ নিকেতনের শিক্ষার্থীদের মেধা ও ইচ্ছাকে গুরুত্ব দেয়া হবে। ফলে যে কেউ ইসলামিক শিক্ষা বা স্কুল-কলেজে পড়াশোনা করতে পারবে।
parson1
ধর্মীয় শিক্ষাঃ ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ, উচ্চ নৈতিকতার অধিকারি হতে পারে এমন শিক্ষা নিশ্চিত করা হবে। লক্ষ্য থাকবে উচ্চ নৈতিক মূল্যবোধের প্রতি। নীতি-নৈতিকতাবোধ শিক্ষা মানবিক গুনাবলির বিকাশ নিশ্চিত করা। ধর্মীয় বিধি-বিধান ও আদব কায়দা শেখানো হবে। প্রত্যেককে ধর্মগ্রস্থ কোরআন শরীফ ও হাদিস শরীফ আরবি ও বাংলায় সুন্দর ও সঠিকভাবে পড়তে শিক্ষা দেওয়া হবে। এছাড়া কোরআন শরীফ ও হেফজ করতে চায় এমন শিক্ষার্থীদের কোরআন-এ হাফেজ হিসাবে গড়ে তোলা হবে।